Tuesday 8 October 2019

Big good news daibetis patients

Good news           Good news           Good news

 for diabetic asthma and allergy patients ,,,,,, If you want to

get rid of diabetes and insulin asthma, allergy in just 120 days,


contact today

Index Laboratories (AYU)

College Road, Dhunat, Bogra,

01798616906,01712918588

Monday 2 September 2019

ডায়াবেটিস রোগীদের জন্য কিছু নিয়ম কানুনঃ

                   ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবেই ইনশাআল্লাহ          ১.সকাল বিকাল ৩০ মিনিট করে হাটুন .. ..                             ২.খাওয়া দাওয়া নিয়ম মেনে করুন........                               ৩.করলার রস আধা গ্লাস সমপরিমান দিনে ২/৩ বার সেবন করুন....                                                                                  ৪.পান ও সুপারি চিবিয়ে দিনে ২/৩ বার খাবেন             ৫.মেথি ও চিরতা পানি পরিমান মতো ২/৩ বার খাবেন   ৬.কাচা হলুদ নিম পাতা সজিনা পাতা ও ডাটা পাট শাক প্রযোজন পরিমান মতো খাবেন,,, ,                            ৭.সকাল ও বিকাল রুটি খাবেন,,,,                                                        ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ                             ১.মিষ্টি খাওয়া থেকে দুরে থাকুন...                            ২.চায়ের সাথে চিনি খাবেন না,,,,                                   ৩.বেশি খাবার খাবেন না,,,,,                                                    ৪.চর্বি মাংস খাবার নিষেধ                                                    ৫.দুঃচিন্তা টেনশন,অনিন্দ্রা,অতিরিক্ত নিদ্র ভোজন করা যাবেনা  ////                                                                                         অথবা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,     সরাসরি ডাক্তার সাথে যোগাযোগ করে মাত্র ১২০ দিনে ডায়াবেটিস ও ইনসুলিন থেকে পুরোপুরি ভাবে মুক্তি পেতে যোগাযোগ করুনঃ                                                                                                                                                         ইনডেক্স ল্যাবরেটরী  (আয়ু)                                            ধুনট হাসপাতাল মোড়,কলেজ রোড,ধুনট,বগুড়া,,,,,       ঔষুধ পেতে যোগাযোগ করুন ঃঃঃঃ০১৭৯৮৬১৬৯০৬,০১৭১২৯১৮৫৮৮      

Sunday 1 September 2019

১২০ দিনে ডায়াবেটিস ও ইনসুলিন থেকে মুক্তি

আপনি কি মাএ ১২০ দিনে ডায়াবেটিস ও ইনসুলিন থেকে মুক্তি পেতে চান তাহলে আজই সেবন করুন ক্যাপসুলঃডায়বি কেয়ার
 ১২০ দিন পর আর কোনো ঔষুধ খেতে হবে না ১০০% গেরান্টি,,,,,,,,,ঔষুধ পেতে যোগাযোগ করুন ইনডেক্স সেলস সেন্টার ধুনট হাসপাতাল মোড়, কলেজ রোড, ধুনট, বগুড়া           মোবাইলঃঃঃ০১৭৯৮৬১৬৯০৬ দেশের যেকোনো প্রান্তে ঔষুধ পাঠানো হয়????? 

Tuesday 27 August 2019

লিখিত. সুমন ধুনট নিউজ  অল্প দিনে অনেক সুনাম অর্জন করেছে ইনডেক্স ল্যারেটরীজ (আয়ু) আশুলিয়া, সাভার, ঢাকা  এর বাংলাদেশ দেশে অনেক শাখা রয়েছে তার মধ্যে আমাদের ধুনটে একটা আমাদের শাখা রয়েছে  ইনডেক্স সেলস সেন্টার ধুনট হাসপাতাল মোড়,কলেজ রোড,ধুনট,বগুড়া, ৷,,,,,,,,এখানে সকল রোগের চিকিৎসা ১০০% গেরান্টি সহকারে করা হয়,,,,১.১২০ দিনে ইনসুলিন ও ডায়াবেটিস থেকে মুক্তি........২.১২০ দিনে ইনহেলার ও অ্যাজমা শ্বাসকষ্ট থেকে মুক্তি,,,৩.১২০ দিনে সকল যৌন সমস্যা থেকে মুক্তি,,,,,,,,,৩. ১মাসে নতুন পুরাতন আমাশয় থেকে মুক্তি,,,,৷ ৪.মাএ ৫ দিনে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি,,,,,৬.১২০ দিনে চর্ম ও এলাজি থেকে মুক্তি,,,,,,,,,আজই যোগাযোগ করুন ইনডেক্স সেলস সেন্টার হাসপাতাল মোড়,কলেজ রোড,ধুনট,বগুড়া আমাদের ইনডেক্স সেলস সেন্টারে প্রতি মঙ্গলবারে ঢাকা থেকে ডাক্তার আসে এবং বিনা ভিজিটে রোগী দেখেন সিরিয়াল এর জন্য যোগাযোগ করুনঃমোঃইখলাস বাবু মোবাইল নাম্বার ০১৭৯৮৬১৬৯০৬,০১৯৫৭৭৬৫১০৯      

ব্রণ দূর করার উপায়

সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রণ ভরা মুখটা দেখতে কার ভালো লাগে বলুন তো! এভাবে সকাল শুরু করা মানে গোটা দিনটাই নষ্ট হওয়া। মুড অফ, বিরক্তি, মেজাজ গরম, যার প্রভাব পড়তে পারে আপনার প্রফেশনাল বা ব্যক্তিগত জীবনেও। আর এই ব্রণর জন্য ডাক্তারের কাছেও যেতে ইচ্ছে করে না। তাই খুব ভালো হয় না যদি ঘরোয়া উপায়েই সারানো যায় এই ব্রণ? এইজন্যই ‘দাশবাসে’র পক্ষ থেকে আজ হাজির হয়েছি কিছু সহজ উপায় বলার জন্য, কীভাবে আপনি ব্রণ দূর করতে পারবেন খুব সহজে।
ব্রণ

ব্রণ কেন হয়?

ব্রণ হয় মূলত বয়ঃসন্ধির সময়। ১৩ থেকে ১৯, যেই সময়টাকে ‘টিন-এজ’ বলে, সেই সময়েই আমরা এই ব্রণর সমস্যা হতে দেখি। এই সময় ছেলে-মেয়েদের মধ্যে হরমোনগত কিছু পার্থক্য হতে শুরু করে। হরমোন ক্ষরণের মাত্রার মধ্যে তেমন ভারসাম্য থাকে না। তাই তৈলগ্রন্থি থেকে অতিরিক্ত তেল আর সিবাম ক্ষরণ হতে থাকে। লোমকূপ বন্ধ হয়ে গিয়ে ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ব্যাকটেরিয়া বা জীবাণুর ফলেই ব্রণ হয়। ব্রণর জীবাণুর নাম হল ‘প্রোপাইনো ব্যাকটেরিয়াম অ্যাকনে’। আবার শুধু বয়ঃসন্ধি নয়, অনেকসময় পিরিয়ড হওয়ার সময়তেও মেয়েদের ব্রণ হতে থাকে। সেটা শুধু যে বয়ঃসন্ধির সময় হয় তা নয়, পরেও হতে পারে।

ব্রণ থেকে মুক্তির উপায়

ব্রণ কেন হয়, তা তো জানলেনই, এবার এর থেকে তাড়াতাড়ি মুক্তি কীভাবে পাবেন, তাও জেনে নিন। খুব বেশী কিছু করতে হবে না, সহজে হাতের কাছে পেয়ে যাবেন, এমনই কিছু উপাদান দিয়ে ব্রণ সারাবার পথ বলে দেব আজ।

১. মুলতানি মাটির প্যাক

তেলতেলে ত্বক যাদের, তাদের ব্রণ বেশী হয়। তাই ব্রণ থেকে মুক্তি পেতে হলে আগে তেলতেলে ভাব কমানো দরকার, অর্থাৎ তেল নিঃসরণ কম করা দরকার। মুলতানি মাটিএক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।
উপকরণ
২ চামচ মুলতানি মাটি, শসার রস।
পদ্ধতি
কয়েক টুকরো শসা পেস্ট করে নিয়ে তার থেকে রস বের করে নিন। এরপর এর সাথে মুলতানি মাটি মিশিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করুন। এই পেস্টটা দিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন হালকা হাতে। দেখবেন তেলতেলে ভাব কমে আসছে। এটা পারলে রোজই করুন, নয়তো একদিন অন্তর অন্তর। যদি এটা রোজ না করতে পারেন, তো শুধু শসার রস দিয়ে মুখ ধুলেও হবে। এটা পারলে রোজ করুন।

২. নিমপাতার প্যাক

নিমপাতার প্যাক
আমরা সবাই জানি নিমপাতা আমাদের ত্বকের জন্য কত ভালো। আর ব্রণর জন্য নিমপাতা যে অব্যর্থ সেটা তো আমরা জেনেই গেছি। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণর জীবাণুর থেকে রক্ষা করে। তাই নিমপাতা ব্যবহার করুন।
উপকরণ
৫ থেকে ৬ টা নিমপাতা, গোলাপজল
পদ্ধতি
নিমপাতা বেটে নিন। এবার এর সাথে গোলাপজল মিশিয়ে নিন। ‘দাশবাস’এর সৌজন্যে তো আপনারা জেনেই গেছেন যে কীভাবে ঘরেই বানাতে হয় গোলাপজল। বানিয়ে নিন সেইভাবে। এবার এই মিশ্রণটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট মতো। তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে। সপ্তাহে দু’দিন করুন এটা।

৩. কাঁচা হলুদ আর চন্দনের প্যাক

চন্দন যে ত্বকের জন্য ও ব্রণ দূর করতে খুবই কার্যকরী তা আমরা জানি। এর সাথেই মিশিয়ে নিন হলুদ বাটা।
উপকরণ
কাঁচা হলুদ বাটা, চন্দন গুঁড়ো।
পদ্ধতি
দুটি উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর ওটা যেখানে যেখানে ব্রণ আছে সেখানে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করুন। ব্রণ আর ব্রণর দাগ, দুইই দূর হয়ে যাবে।

৪. তুলসী পাতার রস

তুলসী পাতার যে অশেষ গুণ, তা তো আপনারা জানেনই। ব্রণর সমস্যা সমাধানেও তাহলে কাজে লাগিয়ে নিন তুলসী পাতাকে।
উপকরণ
পরিমাণমতো তুলসী পাতার রস।
পদ্ধতি
তুলসী পাতা থেকে রস বের করে নিন। সেই রস ব্রণর জায়গায় লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পারলে রোজ করুন এটা।

৫. কমলালেবুর প্যাক

 কমলালেবুর প্যাক
সামনেই শীতকাল আসছে। অনেক অনেক কমলালেবু খাব আমরা। তা এবার কমলালেবু শুধু না খেয়ে ব্রণর জায়গাতেও লাগান। দেখবেন উপকার পাবেন।
উপকরণ
কয়েক কোয়া কমলালেবু, মুসুরির ডাল, মুলতানি মাটি।
পদ্ধতি
মুসুরির ডাল বেটে রাখুন। এর সাথে কমলালেবুর কোয়া বেটে দিতে পারেন বা রসও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে মুসুরির ডাল বেটে মিশিয়ে নিন। মিশ্রণটা মুখে লাগিয়ে রাখুন ৩০মিনিট মতো। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ব্রণও কমছে, ত্বকের উজ্জ্বলতাও বাড়ছে।

৬. পুদিনা পাতার প্যাক

পুদিনা পাতা আমাদের ফ্রেস করতে খুব সাহায্য করে। ব্যাকটেরিয়ার ক্ষতিকারক দিক থেকেও পুদিনা রক্ষা করে। তাই ব্রণর জন্য পুদিনা ব্যবহার করুন।
উপকরণ
কয়েকটি পুদিনা পাতা।
পদ্ধতি
পুদিনা পাতা বেটে নিন। সেই বাটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া শুধু রসও নিতে পারেন। সেটা লাগিয়ে নিন ব্রণর জায়গায়। লাগিয়ে রাখুন ১০ মিনিট মতো। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন একটা ফ্রেস ফিল হচ্ছে আর ব্রণও আস্তে আস্তে কমে যাচ্ছে।

৭. পাকা পেঁপের স্ক্রাব

পাকা পেঁপের স্ক্রাব
মুখ পরিষ্কার না থাকলে ব্রণ হতেই থাকবে। তাই দরকার মুখ পরিষ্কার করা ভেতর থেকে। এর জন্য পাকা পেঁপে দিয়ে স্ক্রাব করুন।
উপকরণ
পাকা পেঁপে বাটা, চালের গুঁড়ো, পাতিলেবুর রস।
পদ্ধতি
পাকা পেঁপে বাটা আর চালের গুঁড়ো মিশিয়ে নিন। এর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটা সারা মুখে লাগিয়ে নিন। হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন। এবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে দু থেকে তিন দিন করুন। কয়েকদিন পর থেকেই আপনি বুঝতে পারবেন পার্থক্য।

৮. রসুন

রসুন শুনে কি একটু অবাক হলেন? না না, ব্রণ দূর করতে কিন্তু রসুন খুব উপকারী। রসুনে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণর জীবাণুকে বেশী সংক্রামিত হতে দেয় না। তাই রসুন ব্যবহার করুন।
উপকরণ
কয়েক কোয়া রসুন।
পদ্ধতি
রসুন ভালো করে বেটে নিন। জলের সাথে একটু মিশিয়ে নিন। এবার এটা যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে লাগিয়ে নিন। ৫ মিনিট মতো রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটা পারলে রোজ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাচ্ছেন।

৯. বরফ

বরফ
ব্রণ হওয়া মানেই তার সঙ্গে আছে জ্বালা। আর এই জ্বালা সহ্য করার মতো কষ্ট কিছুই হয় না। তার সঙ্গে থাকে একটা গরম ভাব। এই সব থেকে খানিক রেহাই পাওয়া যায় বরফ ব্যবহার করলে।
উপকরণ
বরফ টুকরো, একটা পরিষ্কার কাপড়।
পদ্ধতি
একটা কাপড়ের মধ্যে বরফ টুকরো নিয়ে সেটা ব্রণর জায়গায় ঘষুন হালকা করে। এটা রোজ পারলে দিনে দু’বার করে করুন। দেখবেন ব্রণর জ্বালা অনেক কমে যাবে, খানিক আরাম পাবেন।

এছাড়াও কয়েকটি টিপস

শুধু মুখে কিছু মাখলেই কিন্তু হয় না ব্রণ দূর। তার জন্যে অন্য অনেক কিছু করতে হবে। যেমন বেশী তেল, ঝাল, মশলা কম খাওয়া উচিত। রোদে বেশী বেরোনো উচিত না। সবসময় কোনো ক্রিম মাখবেন না যা মুখকে তেলতেলে করে তোলে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত না। পনির, দুধ একটু কম খাওয়া উচিত। বেশী করে জল খাওয়া দরকার আর মুখ সবসময় পরিষ্কার রাখা দরকার।
তাহলে আপনার স্কিনের চেনা দুশমন ব্রণকে দূর করার উপায় জেনে গেলেন। এইগুলো নিয়ম করে ব্যবহার করুন। দেখবেন ব্রণও দূর হচ্ছে আর ত্বক খিলখিলিয়ে হাসছে

Monday 26 August 2019

6 Foods to prevent diabetes patients,,,,,,,,,,,,,,,

Diabetes is a very known disease. However, even if there is a known disease, many diabetic patients do not follow their prescribed foods. Do not follow the control of diabetes and get sick very quickly. Medics determine the diet for diabetic patients, but still many diabetic patients do not comply. He eats whatever he wants. However, there are certain foods that should not be eaten at all. Know how to eat candy                                                                   

It's not only the candy that is full of candies, sugar-making cookies, syrup or any kind of beverages are very damaging to diabetic patients. This increases the blood sugar intake and is a normal way of diabetic control. Therefore, these foods should be avoided by diabetic patients.

Fruit juice

Eating fruits from fruit juice is a much healthier reason to eat fiber and carbohydrates. But it is not healthy to buy any fruit juice that you purchase from a supermarket. It is because of the abundance of sugar and various kinds of chemicals that harm the health of diabetic patients. If you want to eat fruit juice, you can make a juice without using sugar in the house.

Raisins

While eating raisins is very healthy, raisins are not good for diabetic patients. However, it is better to eat a drink like raisin than any other snacks national. However, when any fruit is dry, it increases the amount of sugar. So it becomes unhealthy for the body.

French franc 

Fried French Fris in the underwater oil are not healthy for diabetic patients. Because this food increases the weight of the body and destroys the required level of blood. French fris, potato chips, doughnuts these foods reduce the blood glucose levels of a diabetic patient. In addition to the extra French fris, it increases the cholesterol levels in the body and becomes a problem for the heart.

White bread

Not just white bread, white rice, white pasta, anything that is made with white flour is easily digested, but the amount of sugar that is available in this meal is not good for diabetic patients. These foods prevent the body from controlling glucose, so it is better not to eat foods made from these white flour by diabetic patients.

No food made of luscious milk                     

Drinking milk is good for diabetic patients. But there is no food in which the amount of milk is very high – yogurt, milk-made cream, cheese these foods are good for non-diabetic patients,,,,,,,,, Index Laboratories (longevity) hospital Bend, College Road, Dusty, Bogra, Mobile 01798616906,01712918588

Friday 23 August 2019

ইনসুলিন থেকে মুক্তি

আপনি কি ১২০ দিনে ডায়াবেটিস ও ইনসুলিন থেকে মুক্তি পেতে চান তাহলে আজই সেবন করুন Capsul. Dibe Care
    ১২০ দিন পর আর কোনো ঔষুধ খেতে হবে না,,,,,,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ঔষুধ পেতে যোগাযোগ করুন ইনডেক্স সেলস সেন্টার ধুনট হাসপাতাল মোড়,কলেজ রোড,ধুনট,বগুড়া         অথবা,,,,, ফোন করুন         মোঃইখলাস বাবু                                                                                                                    01798616906